• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আঞ্চলিক ক্রিকেটের জন্য কাজ করতে বলছেন দুর্জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:৪৪ পিএম
আঞ্চলিক ক্রিকেটের জন্য কাজ করতে বলছেন দুর্জয়

কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বিসিবির রিজার্ভ অর্থের কথা। টাকার অঙ💖্কটাও বিশাল, প্রায় ৯০০ কܫোটি টাকা। তবে টাকা জমিয়ে রাখতে বিশ্বাসী নন বিসিবির কার্যনির্বাহী পর্ষদের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। ক্রিকেটের উন্নয়নে আরও বেশী পরিমাণ অর্থ ব্যয় করা উচিত বলে মনে করেন তিনি। 

জমানো টাকা দেশের আঞ্চলিক ক্রিকಌেটের উন্নতির জন্য খরচ করা উচিত বলে মনে করেন দুর্জয়। বলেন, ‘আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সামর্থ꧋্যের সীমাবদ্ধতা ছিল। সেগুলো কিন্তু এখন নেই। টাকা জমিয়ে রাখা, এফডিআর করা এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, একাডেমির উন্নয়নে তথা ক্রিকেটের উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’

তবে বিসিবি এইচপি দলের উন্নয়নে মনোযোগ দিয়েছে তা নিয়ে বেশ খুশী দুর্জয়। তিনি বলেন, ‘আমি বেশ খুশি। এই জায়গাটাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অন্যান্য বিভাগের মত এইচপিরও উন্নয়নের প্রয়োজন আছে। সেদিক বিবেচনায় আমি অন্য কোনো বিভাগে꧟র দিকে তেমন চোখ রাখি না।’

বিসিবির সঙ্গে আগে দুইটা জায়গায় কাজ কর🐼েছেন তিনি। সেখানের সবগুলোতেই সফল তিনি। এ বিষয়ে দুর্জয় বলেন, ‘আমি এইচপি দলের সঙ্গে থেকꦓেই খুশি। আমি দুইটা জায়গায় কাজ করেছি। ক্রিকেট অপারেশন্সে কাজ করেছি। সেখানেও আমি সফলভাবে কাজ করেছি। বিশ্বকাপে ভালো খেলার শুরুটা কিন্তু আমাদের ২০১৫ থেকে। সেখানে ভালো ফলাফল করেছি। এরপর হাই পারফরম্যান্স, জাতীয় দলের পাইপলাইন, তরুণ খেলোয়াড় ৬-৭ জন উঠে এসেছে যারা হাই পরফরম্যান্সকে প্রতিনিধিত্ব করছে। এটা কিন্তু আমার জন্য বড় বিষয়।’

Link copied!